চিন্তার ভাজ কৃষকের কপালে
অসময়ের বৃষ্টিতে রাজবাড়ীতে পেঁয়াজ চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কয়েকদিন আগে টানা তিন দিনের বৃষ্টির পর গত বুধবার রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজবাড়ীতে। কৃষি কর্মকর্তারা বলছেন, ঢালু জমিতে ক্ষতির সম্ভাবনা খুব একটা নেই। তবে পানি ক্ষেতে জমে থাকলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ এ জেলা থেকে আসে। গত বছর জেলায় ৩০ হাজার ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এ বছরেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের কৃষক শাকিবুর রহমান জানান, তিনি দুই একর জমিতে পেঁয়াজ রোপণ করেছেন। অসময়ের বৃষ্টিতে পেঁয়াজ ক্ষেতে পানি জমে গেছে। তারা প্রাণপণ চেষ্টা করছেন পানি সরিয়ে ফেলতে। পানি না সরাতে পারলে তাদের মাথায় হাত। একই ইউনিয়নের আঁধারকোটা গ্রামের কৃষক শহর আলী জানান, পেঁয়াজের ক্ষেতে পানি জমে গেছে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা আর নেই।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, মাঘ মাসে থেমে থেমে অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের কি রকম ক্ষতি হবে তা নিরূপণ করা যায়নি। যেসব জায়গায় অতিরিক্ত পানি জমে গেছে সেসব জায়গায় ড্রেনের মাধ্যমে পানি সরিয়ে ফেলতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। নিচু জায়গায় পানি জমে গেলে সমস্যা হতে পারে। অসময়ে এই বৃষ্টির ফলে পেঁয়াজে রস থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে পেঁয়াজের বৃদ্ধি কম হবে ও পরবর্তীতে বেশিদিন তা সংরক্ষণ করা যাবে না, পচন ধরবে। দু’দিন বা তার বেশি যদি পানি ক্ষেতে জমে যায় তাহলে ফসলের আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।