বাংলাদেশ, , শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

অতিরিক্ত লাভে প্রাণ হারাচ্ছে ফসলি জমি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০২-০৭ ১৬:৩১:১২  

রাজবাড়ীর পাংশায় অবাধে চলছে কৃষি জমিতে পুকুর খনন
রাজবাড়ীর পাংশায় সব নিয়মনীতি উপেক্ষা করে চলছে ফসলি জমিতে গণহারে পুকুর খননের মহোৎসব। খাদ্যশস্যের মূল ভাণ্ডার ফসলি জমিতে অধ্যুষিত ৪-৫ বছরে পাংশায় ছয় শতাধিক পুকুর খনন করা হয়েছে।
মূলত ফসল উৎপাদনে কৃষক বেশি শ্রম ব্যয় করেও কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় ঝামেলাবিহীন অর্থ উপার্জনের জন্য পুকুর খনন করছেন। পরে বার্ষিক মোটা অঙ্কের লিজমানিতে মৎস্য চাষিদের কাছে লিজ দিচ্ছেন। অথচ গণহারে নিয়মনীতি উপেক্ষা করে প্রতি বছর পুকুর খননে ফসলি জমির শ্রেণি পরিবর্তন এবং খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বর্তমানে শীত মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠের জমিতে প্রায় শতাধিক পুকুর খননের মহোৎসব চলছে। প্রতি বছর বাড়ছে পুকুর খননের আকার-আয়তন। কমে আসছে ফসলি জমি। রাস্তার ধারে যে সব পুকুর খনন করা হচ্ছে সেখানে সরকারি খাল দখল করে রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, প্রকৃতপক্ষে পাংশায় যে সব জমিতে পুকুর খনন করা হচ্ছে তা সবই উর্বর ফসলি জমি। এ সব জমিতে বোরো, আমন, পেঁয়াজ ও সরিষার নিবিড় আবাদ হয়ে থাকে। তিনি আরও জানান, রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বেশি অর্থকারী ফসল উৎপাদন হয় পাংশায়। এখানে পুকুর খননের ফলে মাছের চাষ বৃদ্ধি পেলেও আশঙ্কাজনকভাবে ফসলি জমির পরিমাণ কমে আসায় বিভিন্ন জাতের বিশেষ করে ধান, পাট ও পেঁয়াজ উৎপাদন প্রতি বছর হ্রাস পাচ্ছে। তাছাড়া সরকারি রাস্তার খাল দখল করে পুকুর করায় ইতিমধ্যেই বর্ষা মৌসুমে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে মাঠে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন জানান, অনুমতি ছাড়া যে কোনো ভূমির শ্রেণি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইউনিয়ন ভূমি অফিসগুলোকে ফসলি জমিতে পুকুর খননকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে থেকেই যায় প্রশ্ন। প্রতিবছর প্রশাসনের কাছে এরকম অনেক অভিযোগ যায়। কিন্তু তারপরও ফসলি জমিতে অবাধে চলে পুকুর খনন। সেক্ষেত্রে এবার কতোটা কার্যকর ভূমিকা নেবে প্রশাসন? আইন মেনে কি বন্ধ হবে ফসলি জমিতে পুকুর খনন? নাকি প্রাণ হারিয়ে ফসলি জমি হবে মৎস্য খামার?

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা