বাংলাদেশ, , শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সেনাবাহিনী ও পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-১২-০৫ ১৬:৪৫:১০  

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মহাজন বটতল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কি বাংলাদেশ পেপার কে বলেন, ‘সকালে আমাদের গাড়িটি তেল নেওয়ার উদ্দেশে চন্দ্রঘোনা পেট্রল পাম্পের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে আমি নিজেও ছিলাম। তবে আমাদের কোনো সদস্য আহত হননি।’

এই ঘটনায় একজন সেনা সদস্য সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন। দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা