বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাতকানিয়ায় ভাঙচুর: বিএনপি-জামায়াত নেতাসহ আসামি ৪৫, গ্রেপ্তার ৩

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-১০-১৬ ২৩:৩৮:৩০  

কুমিল্লার রেশ ধরে সাতকানিয়ার কাঞ্চনায় পূজামণ্ডপের গেট ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার তিনজন হলেন—  মো. তারেক হাসান (১৯), মনিরুল হাসান (১৮) ও আবদুল্লাহ আল তুষার (১৮)।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. দুলাল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলায় আসামি করা হয়েছে— জামায়াত নেতা আবুল ফয়েজ, ডা. নুরুল হক, জাফর সাদেক, বিএনপি নেতা মুজিবুর রহমান, শেখ মহিউদ্দিনসহ ৪৫ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে জামায়াত শিবির, ছাত্রদল, যুবদল বিএনপির আরও ৪০-৫০ নেতাকর্মীকে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাংলাদেশ পেপারকে বলেন, শুক্রবার কাঞ্চনায় পূজামণ্ডপের অস্থায়ী গেটে ভাঙচুর করা হয়। উপস্থিত পুলিশের একটি টিম তাৎক্ষণিক সেখানে তাদের প্রতিরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে পাঠানো হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা