বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পেকুয়া পূজা মণ্ডপে হামলার চেষ্টা,এসআইসহ দুইজন আহত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-১০-১৪ ১৬:২৬:৪৭  

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় দু’টি পুজা মণ্ডপে হামলার  চালিয়েছে দূর্বৃত্তরা।বুধবার সাতটার দিকে পেকুয়া সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পূজা মণ্ডপে হামলা চালানোর খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পেকুয়া থানার পুলিশ সদস্যরা  ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন।

এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মে হোসাইন ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহনেওয়াজ আহত হয়েছেন।তাদের পেকুয়া উপজেলা কমপ্লে ক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিছিল নিয়ে এসে পেকুয়া উপজেলার কেন্দ্রীয় দূর্গা মন্দির ও সুশীল পাড়া দূর্গা মন্দিরে হামলা চালায়।

এই সময় তারা মন্ডব দু’টির প্রবেশ তোরণ ভাংচুর
করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দূর্বৃত্তদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।

তিনি জানান, বর্তমানে উপজেলার সব মণ্ডপে পূজা কার্যক্রম বন্ধ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ দের মধ্যে আতংক বিরাজ করছে।

পেকুয়া থানার ভারপ্রা কর্মকর্তা (ওসি) শেখ মোহাদ আলী বলেন, জনপ্রতিনিধি ও পুলিপ সদস্যরা দূর্বৃত্তদের প্রতিরোধের চেষ্টা করলে তারা চড়াও হয়।

অতর্কিত হামলা চালিয়ে পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হোসাইন ও ইউপি সদস্য শাহনেওয়াজকে
মারধর করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা