বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেইঃতামজিদুল ইসলাম

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৯-২৪ ২২:৪১:২৬  

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে গোদারপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত গোদারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৪/০৯/২১ ইং বিকাল ৪ টায় গোদারপাড়া ফুটবল মাঠে “মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে ক্রীড়া হোক অন্যতম সহায়ক” এই স্লোগানকে সামনে রেখে বহুল কাঙ্ক্ষিত এই খেলা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আরিফুল্লাহ নূরীর সঞ্চালনায় গোদারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তামজিদুল ইসলাম মিন্টু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সহ-সভাপতি মুবিনুল হক।

এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজার ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার পৌর শাখার ৬নং ওয়ার্ডের সভাপতি জাবেদ মোস্তাফা, সাংবাদিক মোহাম্মদ শফিক, দৈনিক কক্সবাজার একাত্তরের সহ সম্পাদক সাংবাদিক আরিফুল্লাহ নূরী, সমাজ সেবক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার পৌর শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি আমান উল্লাহ।

গোদারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রানার্স আপ হয়েছেন দক্ষিণ রুমালিয়ারছড়া ফুটবল একাদশ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী লাভ করেছে গোদারপাড়া জুনিয়র ফুটবল একাদশ।

অনুষ্ঠানে গোদারপাড়া ও উত্তর রুমালিয়ার ছরা এলাকাবাসীর সৌজন্য ক্রীড়া পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি তামজিদুল ইসলাম মিন্টুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় গোল্ডেন ইস্পাতের সৌজন্য ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের পক্ষ থেকে বিজয়ী দল ও রানার্স আপ দলকে টি শার্ট ও ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহাম ক্লাবের সৌজন্য স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে তামজিদুল ইসলাম মিন্টু বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে মাদক নির্মূলের মধ্য দিয়ে সমাজকে পরিশুদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, গোদারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আগামীতে সুন্দর সমাজ বিনির্মাণে ক্রীড়াঙ্গনের সকলের গঠন মূলক কর্মকান্ডে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা