

ডেস্ক নিউজঃ
কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদকে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে নূর মোহাম্মদ আইনগতভাবে যে বাংলাদেশের নাগরিক ছিলেন, তারই প্রমাণ রয়েছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্যভাণ্ডার।
ইসির তথ্যভাণ্ডারে নূর মোহাম্মদের তথ্য সংরক্ষিত আছে। বাংলাদেশের নাগরিক হিসেবে ইসি তাকে একটি স্মার্টকার্ডও দিয়েছিল।
ইসি সূত্র জানায়, নূর মোহাম্মদের কাছে বাংলাদেশের একটি স্মার্টকার্ড আছে। যার নম্বর ৬০০৪৫৮৯৯৬৩। এই কার্ডের তথ্যানুযায়ী, তার নাম নূর আলম। বাবার নাম কালা মিয়া।
রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদ কীভাবে বাংলাদেশের নাগরিক হলেন? এমন প্রশ্নে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমরা আজই জেনেছি। আমাদেরও প্রশ্ন একজন রোহিঙ্গা নেতা কীভাবে বাংলাদেশের ভোটার হলেন? বিষয়টি খতিয়ে দেখার জন্য দু-একদিনের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হবে। অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে।’
উল্লেখ্য, রোববার ভোরে টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের আকিয়াব এলাকার কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদ নিহত হন। তিনি কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন। বাংলাদেশে তার চারটি বাড়িও রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি তার কিশোরী কন্যার কান ফোঁড়ানোর রাজকীয় অনুষ্ঠান আয়োজন করে ব্যাপকভাবে আলোচিত হন রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদ। অনুষ্ঠানে ১ কেজি স্বর্ণ ও নগদ ৪৫ লাখ টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী উঠে।