বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৭-০৯ ১৯:৫৫:৩৫  

এইচ মনছুর আলম

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নুরুল মোস্তফার নেতৃত্বে মাস্ক, ও জনসচেতনতা মূলক মাইকিং কর্মসূচি অনুষ্ঠিত সম্পন্ন করেন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোছাইন,সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশে শুক্রবার ৯ই জুলাই দুপুর ২ ঘটিকার সময়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাস্থ্য জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করেন এবং সকলকে সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্হ্যবিধি মেনে চলাফেরা করতে অনুরোধ করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা।

এসময় নুরুল মোস্তফা বাংলাদেশ পেপার কে বলেন, ‘ সারা বাংলাদেশে করোনা ভাইরাস তৃতীয় বারের মত ব‍্যাপক হারে ছড়িয়ে পড়ে, ইদানিং আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এই করোনা মোকাবেলার জন্য মাস্ক,সাবান, হ‍্যান্ড স‍্যানিটাইজার পরিধানের গুরুত্ব অপরিসীম। না হলে করোনার ভয়াবহতা ও সংক্রমণ বৃদ্ধি হতে পারে। তাই আমাদের সকলকে সর্বোচ্চ স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের পক্ষ থেকে এই কর্মসূচী ও স্বাস্থ্য সচেতনার জন্য সাধারণ জনগণকে সতর্কীকরণ অব্যহত থাকবে।’

এ সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন স্কুল,কলেজ ও মাদ্রাসা ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা