বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রামুতে রাতের আঁধারে রেস্টুরেন্ট দখলের চেষ্টা,মালিককে কুপিয়ে জখম

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৭-০৫ ১২:১৫:০৩  

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারী সিদ্ধান্ত অনুসারে লকডাউন এর কারণে বন্ধ ছিল রামু চৌমুহনীর চিকেন হাট নামক রেস্টুরেন্ট। চিকেন হাট এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মালিক পক্ষের সাথে আরেকটি মহলের।

চিকেন হাট এর মালিক রিফাত আদনানের ভাই নাইম হাসান জামি বলেন,

রেস্টুরেন্ট এর পেছনের অংশ ভেঙ্গে ভেতরের মালামাল লুট ও রেস্টুরেন্ট এর ক্ষতিসাধনের চেষ্টা করছে  বিএনপি সমর্থিত দলের ফোরকান আহমদ এবং তার মাদকাসক্ত দুই ছেলে (শাকিল ও রিয়াজ)।

এমন তথ্য শুনার পর তাৎক্ষণিক (রাত ১২টা) ঘটনাস্থালে আমার মেঝ ভাই উপস্থিত হলে, তার উপর দা,ছুরি ও রড ইত্যাদি নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।  ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। পরে আমরা উনাকে উদ্ধার করে হাসপাতালে আনি,অপারেশন এর পরেও উনার অবস্থা আশংকামুক্ত নয়।

প্রসঙ্গত,রিফাত আদনান রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম এর ভাগীনা এবং বর্তমানে কক্সবাজার আল ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা