বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার পিবিআই’র এসআই চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৬-২৮ ১৭:৫৪:২৪  

চট্টগ্রামের পটিয়া থেকে ইয়াবাসহ কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গতকাল রোববার (২৭ জুন) দুপুরে কর্নফুলী থানাধীন পটিয়া ক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার কর্নফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দুপুরে গ্রেপ্তারের পর দিনগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে।

আটক পুলিশ সদস্যের নাম মো; শেখ মাসুদ রানা। তিনি কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন।

মাসুদ রানা নিজেদের সদস্য বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি সরওয়ার আলম।

তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি। যারা আটক করেছেন তাদের আইনগত প্রক্রিয়া শেষ হলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।

নাম প্রকাশ না করার শর্তে পিবিআই এর এক কর্মকর্তা বলেন, আটক মাসুদ রানা অফিসে তেমন একটা কথা বলতো না। নিয়মিত নামাজ কালাম পড়তেন। মেলামেশা করতো কম। বিষয়টি আমাদের অবাক করেছে।

মামলার নথির বরাত দিয়ে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। সেসময় গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে গাড়িতে থাকা এসআই মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে র‌্যাব গাড়ি, ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করে। একইসঙ্গে র‌্যাবের উপ সহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে এসআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন।’

এ বিষয়ে জানতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রকিয়া শেষ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত এসআই মাসুদ এর আগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশেও ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা