বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হারাম মনে করে পড়ালেখা ছাড়েন আনসার আল ইসলামের সদস্য সৌরভ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৬-২০ ১৬:৪৪:০৮  

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মেহরাজ হোসেন সৌরভকে (১৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটক সৌরভ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছিলেন।

তবে, প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম ব্যাখ্যা দিয়ে পড়ালেখা ছেড়ে হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার (১৮ জুন) রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, আটক সৌরভ রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ছেড়ে দেন। এছাড়া তিনি দ্রুতই হিজরত করার পরিকল্পনাও করছিলেন। বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেটে জঙ্গিবাদে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি আব্দুল্লাহ আল মামুন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা