বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর কমিশনার নির্বাচিত হলেন অ্যাড.আবুল হাশেম

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৬-১৫ ২০:২৮:১১  

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন” এর বাংলাদেশের কমিশনার নির্বাচিত হয়েছেন সাবেক চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর, ডেপুটি অ্যার্টনি জেনারেল অ্যাড. মোঃ আবুল হাশেম। এটি একটি ডিপলোমেটিক পদবী যা IHRC এর আওতাধীন সকল শাখা দেশে একজন করে কমিশনার নিয়োগ করা হয়।

উপরোক্ত পদ ছাড়াও জনাব মোঃ আবুল হাশেম, বাংলাদেশ রাজনীতি বিজ্ঞান সমিতির সদস্য সচিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পদে দায়িত্বরত আছেন।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইতিমধ্যে ১৭৬ টি দেশে তাদের কার্যক্রম চলমান আছে এবং এটি জাতিসংঘের অনুমোদিত একটি মানবাধিকার সংগঠন।

জনাব মোঃ আবুল হাশেম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার ভিত্তিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা