

চট্টগ্রাম: ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে নগরের মোমিন রোড দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া খাবারে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের অপরাধে একই এলাকায় মোগল বিরানী হাউসকে এক লাখ ২০ হাজার, নোংরা রান্নাঘরে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে কায়েস হোটেলকে ৫০ হাজার টাকা মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।