বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে জনসচেতনতা তৈরি করছে ছাত্রলীগ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৬-০৯ ১২:৫৭:৫৮  

নিজস্ব প্রতিবেদকঃ

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার শুরু হয়েছে। গতকাল ৯ জুন মঙ্গলবার ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড চট্টগ্রাম সিটি করপোরেশন, আরবান স্বাস্থ্য ক্লিনিকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্ভোধন করেন বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান। ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে।

আরবান স্বাস্থ্য ক্লিনিকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালনা করেন দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাইদুল আলম, ডাঃ মোহাম্মদ নূরুল আমিন এবং স্বাস্থ্য সহকারী তপতী দাশ, পূর্ণিমা বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য সাদমান ইরাম,ইমরান হোসেন আকিব ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাধারন সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১২ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল দেওয়া হবে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা