বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে অসচেতনতায় পূর্ণ শিবিরের মানববন্ধন।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৫-৩১ ১২:৩৮:৩১  

ইউসুফ বিন হোছাইনঃ

৩১ই মে সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পয়েন্ট ছাত্রশিবিরের ব্যানারে শত শত শিক্ষার্থীর জড়ো হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ।

যদিও এই সময় দেখা যায় তাদের মাঝে সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া নিয়ে সচেতনতা ছিলো না।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি কামাল উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুর কবির।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদের সার্বক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে শিবির নেতা কফিল উদ্দিন, চকরিয়া শহর সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের কয়েকশ নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও বেশিরভাগ ব্যক্তিদের মুখে মাস্ক দেখতে পাওয়া যায়নি।

এই ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ওসি জনাব শাকের মোহাম্মদ জুবায়ের বাংলাদেশ পেপারকে জানান, করোনাকালীন সময়ে সকল ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্ত এর মাঝে শিবিরের এই ধরনের সরকার এর সিদ্ধান্ত বিরোধী মানববন্ধন করা অপরাধের আওতাভুক্ত।

এই ব্যাপারে স্থানীয় একজন সচেতন ব্যক্তি বাংলাদেশ পেপারকে বলেন,

করোনা ছাড়াও ভয়াল ব্লাক ফাঙ্গাস নিয়েও সারাদেশে ভীতি কাজ করছে সেখানে এই ধরনের মানববন্ধন এর মাধ্যমে জনগণকে বড় ধরনের বিপদের দিকে ধাবিত করা চেষ্টা ছাড়া আর কিছু না।

 

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা