বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৫-১২ ১০:০৫:৪৯  

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০টি নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।

ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়ার বিষয়টি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা জোবাইর ইসলাম মুছা, মিছবাহ, সজিব ও হাছনাত প্রমুখ।

ঈদ উপহার বিতরণ শেষে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে।সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে।এমতাবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাই এর দিকনির্দেশনা নিজ সাধ্য মতো নিম্নবিত্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী সহ নানান উপহার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। পুরো রমজান মাস জুড়েই আমাদের এই সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ পরিবার এই দুর্যোগ মোকাবেলায় দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক কর্মী হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা