বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রামুতে এমপি কমলের পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা ছাত্রলীগ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৫-১২ ০৩:৪৪:৪৯  

রামু প্রতিনিধি, বাংলাদেশ পেপারঃ

সোমবার (১১ মে) বিকাল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এমপি কমলের পক্ষে ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল বিন হোছাইন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা বেলাল উদ্দীন কায়েস।

সভাপতির বক্তব্যে এনামুল হোসাইন রিয়াদ জানান, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের করোনা সংকট দূরকরে প্রত্যেকের তরে হাসি ফোঁটানোর প্রচেষ্টা কেবল মানবতা নয়, এ এক মহামানবতা। এই মহামানবতা পৃথিবীর ইতিহাসে আমৃত্যু এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এমপি কমল করোনা কেবিনে শুয়ে জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণটা ক্লান্তিহীন ভালবাসার বহিঃপ্রকাশ। আর জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী এমপি কমলের নেতৃত্বে একজন ছাত্রলীগের কর্মী হয়ে বিতরণ করাটাও আমার কাছে গৌরবের। করোনা সম্মোখ যোদ্ধা এমপি কমল করোনার প্রথম ঢেউ থেকে করোনা রোগীদের জানাজা, দাফনে অংশগ্রহণ, চিকিৎসা সেবা ও আর্থিকভাবে সহযোগীতা ছাড়াও করোনা ওয়ার্ডে গিয়ে প্রতি রোগীদের শারিরীক খোঁজ নিয়েছেন। সেই করোনা সম্মুখযোদ্ধা আজ করোনায় আক্রান্ত। তার একজন কর্মী হয়ে সকলের কাছে দোয়া কামনা করছি।
উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল বিন হোসাইন বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন সেই সাথে সকলের কাছে এমপি কমলের সুস্থতা কামনা করেন। উপজেলা ছাত্রলীগ নেতা বেলাল উদ্দীন কায়েস বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঈদ উপহার বিতরণ করায় এমপি কমলকে ধন্যবাদ জানান। সেই সাথে এমপি কমলের নেতৃত্বে আওয়ামী লীগের ভ্যানগার্ড হয়ে দেশরত্ন শেখ হাসিনার নৌকায় সমর্থনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা যুবলীগ নেতা প্রত্যয় বড়ুয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড রামু উপজেলা সভাপতি মুছা রোমান ও সাধারণ সম্পাদক শিমুল বড়ুয়া, সহ সভাপতি মোবারক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা নূর আফতাব মাছুদ, রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নুরুল কবির আসিক, ঈদগড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুক, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার নুর,ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসহাক সিকদার, আনোয়ার হোসেন, ইরতিশাম আবরার রাগিব, মোঃ রাকিব, শুভন বড়ুয়া, তন্ময় দে, মোঃবাপ্পি, মোঃআরিফ, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনছুর আলম, মোঃ আব্দুল্লাহ, চাকমারকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জামশেদ করিম তাহের,খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আহছান উদ্দিন,কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুক, মোঃ জমিল প্রমুখ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা