বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কৃষক কে ধান কেটে সহায়তা করল ছাত্রলীগ নেতা বাপ্পি

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৪-২৯ ০০:২৪:৪৪  

ইউসুফ বিন হোছাইন, চকরিয়াঃ

কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন দিলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দীন বাপ্পি।

করোনা এই ক্রান্তিলগ্নে শ্রমিক সংকট রয়েছে কৃষকরা।পাকা ধান তুলতে পারছেন্না ঘরে। ধান নষ্ট হয়ে বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। এসময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশনায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা বাপ্পি এক অসহায় কৃষকের আধা বিঘা জমির ধান কেটে দিয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে থেকে পৌরসভা ৫ নং ওয়ার্ডের কৃষক মৌলভী নুরুল ইসলামের আধা বিঘা ক্ষেতের ধান কেটে দেন বাপ্পি সহ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

বাপ্পি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অসহায় দারিদ্র্য কৃষকের পাশে দাঁড়াতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজে অগ্রণী ভূমিকা রাখবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা