ইভটিজিং এ বাধা, সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ গুরুতর আহত ৫

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌর এলাকায় ইভটিজিং এর প্রতিবাদ করে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) মধ্যরাতে কক্সবাজার শহরের নতুন ফিসারী পাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হন সাংবাদিক আলমগীরের পরিবারের সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন ফিসারী পাড়া এলাকায় সাংবাদিক আলমগীরের পরিবার ও ভাড়াটিয়াদের ইভটিজিং করে আসছিল চিহ্নি সন্ত্রাসী জাফর আলম, রহিম, আমির হোসেন, ইসহাক,দেলোয়ার, মিজান, ইসমাইল সহ আরও ১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় সাংবাদিক আলমগীর পরিবারের সাইফুল পরিবারের সাইফুল ও শাকিলকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সন্ত্রাসীদের পুনঃ হামলায় একই পরিবারের মা, মেয়ে সহ আরও ৩ জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়।

হামলার বিষয়ে আহত পরিবারের সদস্যরা জানান, নানান সময় চায়ের ইসহাক এর চায়ের দোকান থেকে সন্ত্রাসী ও বখাটেরা নানা ভাবে ইভটিজিং করে। যা প্রতিনিয়ত বাধা দেওয়ার কারণে চায়ের দোকানদার ইসহাক ও তার লালিত বখাটে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মধ্যরাতে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা আলমগীর পরিবারের সকলকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও বুকে আঘাত করে।

এদিকে ঘটনা স্থলে উপস্থিত কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক বিল্পব জানান, হামলার খবর পেয়ে তিনি সেখানে যান এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবেন।