বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ক্যাম্পে আগুন;দমকল বাহিনীকে রোহিঙ্গাদের বাধা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৪-১২ ২২:১৪:২২  

কক্সবাজারের উখিয়ার বালুখালীর একটি ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে বালুখালী ৯নং ক্যাম্পে অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর,দোকান ও মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আগুন নিয়ন্ত্রণে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের বাধা প্রদান ও হামলার চেষ্টা চালিয়েছে একদল রোহিঙ্গা।

ওই ক্যাম্পের রোহিঙ্গারা জানান, সোমবারের অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৮-১০টি ঘর, দোকান, একটি মাদ্রাসা ও একটি এনজিও অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় রোহিঙ্গারা আগুন লাগার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। এর সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. এমদাদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। উখিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে না পৌঁছাতে পারলে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আশংকা ছিল বলে তিনি জানান।

তবে অগ্নিকাণ্ডস্থল ক্যাম্প ৯ এর এইচ/সি ব্লকের কাছাকাছি একদল রোহিঙ্গা লাঠিসোটা নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বাধা প্রদান ও তাদের ওপর হামলার চেষ্টা করে বলে উখিয়া স্টেশন ইনচার্জ জানান।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা