বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি হওয়া রোগী অপহরণ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৪-১২ ২১:৫৩:৫২  

রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি হওয়া ২ জন রোগীকে অপহরণের ঘটনা ঘটেছে।সোমবার (১২ এপ্রির) দুপুর সাড়ে ৩ টার দিকে এঘটনা ঘটে।

হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, আমাকে থ্রেড করে ভর্তি হওয়া রোগী মোঃ ওয়াজেদ আলী (৬০) ও তার স্ত্রী রওশনারা বেগম (৫০) নামের ২ জন রোগীকে শামীম ও তার সহযোগীরা মারপিট করে নিয়ে যায়।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তরুন কুমার পাল বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি এবং এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অপহরণকারী শামীম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাযধীন সরিষা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী (ফিল্ড ওয়ার্কার) হিসেবে দায়ীক্তরত রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের রেজিস্টার থেকে ভর্তি হওয়ার রোগীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান, জমিজমা নিয়ে বিরোধ থাকায় আমাকে ও আমার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। পরে আমরা হাসপাতালে ভর্তি হই। ভর্তির কিছু সময় পরেই শামীম ও তার সহযোগীরা আমাদেরকে হাসপাতাল থেকে মারপিট করে বের করে দেয়। এব্যাপারে আমি আইনের হস্তক্ষেপ কামনা করছি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা