বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে স্থানীয় এক বাড়িতে আগুন লাগানোর চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৩-৩০ ২২:০৬:১৬  

টেকনাফে স্থানীয় এক বাংলাদেশী নাগরিকের বাড়িতে আগুন লাগানোর চেষ্টাকালে রকিমা খাতুন (৫০) নামে এক রোহিঙ্গা নারীকে ধরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে  সোপর্দ করেছে স্থানীয় ও রোহিঙ্গারা।

মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরনার্থী শিবিরের বি-ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, লেদা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাঙ্গালী মোঃ এজাহার মিয়ার বাঁশের ঘরে আগুন লাগানোর উদ্দেশ্যে ওই নারী কেরোসিনের তেল ঢাকার সময় এজাহার মিয়ার ছেলে দেখতে পেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় এজাহার মিয়ার ছেলে ও পার্শ্ববর্তী রোহিঙ্গার তাকে আটক করে এবং  কেরোসিনের জার্কিনসহ টহলরত এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা