বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারের ২ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হচ্ছে

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৩-২৯ ২২:৪৪:৪০  

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও মহেশখালী পৌরসভা এবং চলমান ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হচ্ছে  । আগামী ১১ এপ্রিল এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিলো। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দেশে করোনা সংক্রামণ আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ায় এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছে সুত্রটি। একই সাথে নির্বাচন সংশ্লিষ্ট ইভিএম পদ্ধতির উপর কারিগরি টিমের প্রশিক্ষণ সহ অন্যান্য যাবতীয় কার্যক্রমও স্থগিত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়নি।

নির্বাচন স্থগিত হওয়া কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদ সমুহ হচ্ছে-মহেশখালী উপজেলার হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং। পেকুয়া উপজেলার টৈটং। টেকনাফ উপজেলার হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ সদর ও হোয়াইক্ষ্যং।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা