বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কক্সবাজার জেলায় করোনা বাড়ছে আশংকাজনকভাবে, ৬১৪৯ জনের দেহে করোনা সনাক্ত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৩-১৯ ২৩:১৩:৩৭  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় করোনা রোগী আশংকাজনক ভাবে বাড়ছে। শুধুমাত্র গত বৃহস্পতিবার ১৮ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কক্সবাজার জেলার ২৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১ শত ৪৯জন। আক্রান্তদের মধ্যে ৮৩ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৩৫%।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হক এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ১৮ মার্চ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলা ২ হাজার ৯৬১ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩৪১ জন রোহিঙ্গা শরনার্থী সহ মোট ৯৩৩ জন করোনা রোগী নিয়ে উখিয়া উপজেলা দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ৯৯ জন রোহিঙ্গা শরনার্থী সহ মোট ৫৭১ জন করোনা রোগী নিয়ে টেকনাফ উপজেলা তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ৫৩৫ জন করোনা রোগী নিয়ে চকরিয়া উপজেলা চতুর্থ অবস্থানে রয়েছে। ৪৩৬ জন করোনা রোগী নিয়ে রামু উপজেলা পঞ্চম অবস্থানে রয়েছে। ৩৯৭ জন করোনা রোগী নিয়ে মহেশখালী উপজেলা ষষ্ঠ অবস্থানে রয়েছে। ২২০ জন করোনা রোগী নিয়ে পেকুয়া উপজেলা সপ্তম অবস্থানে রয়েছে। ৯৬ জন করোনা রোগী নিয়ে কুতুবদিয়া উপজেলা অষ্টম অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে ৬ হাজার ১ শত ৪৯ জন আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৬৩৪ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯১’৬২%। আক্রান্তদের মধ্যে গত বৃহস্পতিবার ১৮ মার্চ পর্যন্ত হোম আইসোলেসনে রয়েছেন ৩৩১ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ৭৪ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ২৪ জন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ১ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আইসোলেসনে রয়েছেন স্থানীয় জনগণ ২১ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ২৮ জন।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একই সময় পর্যন্ত সন্দেহজনক করোনা রোগীর নমুনা টেস্ট করা হয়েছে মোট ১ লক্ষ ১৪ হাজার ৩২১ জনের। তারমধ্যে, কক্সবাজার জেলার নাগরিকদের নমুনা ৬৫ হাজার ৩৯৯ জনের। রোহিঙ্গা শরনার্থীদের নমুনা ৩২ হাজার ৮০৭ জনের। চট্টগ্রাম জেলার নাগরিকদের নমুনা ১০ হাজার ৪২৪ জনের এবং বান্দরবান জেলার নাগরিকদের নমুনা ৫ হাজার ৬৯১ জনের।

এদিকে, বৃহস্পতিবার ১৮ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ৩১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে-কক্সবাজার জেলায় ২৭ জন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ জন ও বান্দরবান জেলার ১ জন এবং আগে আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বাকী ৪৩৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ  তথ্য বাংলাদেশ পেপারকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ১৮ মার্চ করোনা ভাইরাস সনাক্ত হওয়া কক্সবাজার জেলার ২৭ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৯ জন, উখিয়া উপজেলায় ২ জন, রামু উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও মহেশখালী উপজেলায় ২ জন রোগী রয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা