বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের অল-রাউন্ডার সিকান্দার রাজা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৭-১৯ ০৮:২৯:৪৫  

হাছি বোছাইনঃ

ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের অল-রাউন্ডার সিকান্দার রাজা

জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা এতোটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে, আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে বোর্ড। আইসিসির সদস্যপদ স্থগিত করা হয়েছে জিম্বাবুয়ের। আইসিসির এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে জিম্বাবুয়ের জার্সিতে ১২ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা অল-রাউন্ডার সিকান্দার রাজা ক্রিকেটকেই বিদায় বললেন। এভাবে যেন ক্রিকেট থেকে বিদায় নিতে চাননি সিকান্দার রাজা
ডানহাতি স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা জিম্বাবুয়ের ক্রিকেটে ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে। সিকান্দার রাজা জিম্বাবুয়ে দলের সেরাদের সেরা একজনের নাম। ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে দলের বিপদে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি। দেশের বাইরেও রয়েছে তার সুনাম। টুইটারে আবেগঘন এক বার্তায় ক্রিকেটকে বিদায় জানালেন সিকান্দার রাজা। আইসিসির কাছে কয়েকটি প্রশ্ন রেখেই বিদায় বললেন সিকান্দার রাজা‘কিভাবে একটি সিদ্ধান্ত একটি দলকে অচেনা করে দিতে পারে? কিভাবে একটি সিদ্ধান্ত অনেকগুলি মানুষকে বেকার করে দিতে পারে? কিভাবে একটি সিদ্ধান্ত অনেক গুলো ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে? নিশ্চিতভাবেই আমি এই ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চাইনি আইসিসি।’
©: ক্রিকেট ৯৭


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা