বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

জেলায় এইচএসসিতে সাফল্যের শীর্ষে কক্সবাজার সরকারী কলেজ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৭-১৭ ১৪:৫১:৩৬  

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জেলার ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে মোট ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৪০ জনই পাশ করেছে।পাশের হার ৯৪.০৯ শতাংশ। আর জেলায় ৫৬ জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সর্বাধিক ৫১জন অর্জন করেছে এই কলেজ।

অধ্যক্ষ্য একেএম ফজলুল করিম চৌধূরী জানান, এবছর ৯৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৪০ জন এবং পাশের হার ৯৪.০৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৯ জন, ব্যবসায় শিক্ষায় ৬ জন এবং মানবিকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ প্রাপ্তদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৭ জন মেয়ে।

তিনি আরও জানান,বিজ্ঞান বিভাগে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯০ জন। পাশের হার ৯৬.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

বণিজ্য বিভাগে ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১৪ জন। পাশের হার ৯৬.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

আর মানবিক বিভাগে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৬ জন। পাশের হার ৮৭.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে ভালো ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধূরী ছাত্র, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা